যেভাবে স্টার্টআপ ব্যবসায় মার্কেটিং পরিকল্পনা করবেন।

Master Marketing Plan
How to plan a startup business marketing

যে কোন স্টার্টআপ ব্যবসাতেই ট্রেডিশনাল প্লান থাকা জরুরী সেটা হোক অনলাইন কিংবা অফ লাইন। প্রথমেই ট্রেডিশনাল মার্কেটিং আলোচনা করি। তারপর ডিজিটাল মার্কেটিং আলোচনা করা যাবে।

মার্কেটিং তথা স্টার্টআপ প্রতিষ্ঠানের প্লান প্রধানত ৩ ধরণের:
১। পূর্ব অভিজ্ঞতা
২। অনুসরণ
৩। বৈজ্ঞানিক বিশ্লেষণ

  • পূর্ব অভিজ্ঞতা:
    স্টার্টআপ শুরু করতে চাইলেই শুরু করে দেওয়া উচিৎ নয় বরং শুরু করার আগে কিছুটা হলেও পূর্ব অভিজ্ঞতা থাকা জরুরী। অভিজ্ঞতা ছাড়া যে কোন শুরুই বেশী দিন টিকে থাকে না।
  • অনুসরণ:
    অভিজ্ঞতা স্বল্প কিংবা বেশী যাই হোউক না কেন অবশ্যই কম্পিটিটরদেরকে অনুসরণ করতে হবে। অনুরণ মানে এই না যে তাদেরকে কপি করা বরং তাদের ভালো জিনিসকে ফলো করে নিজের করে নেওয়া অর্থাৎ প্রতিযোগীদের সাথে নিজেকে টিকে রাখতে, তাদের ভালো জিনিসকে ক্রিয়েটিভ বুদ্ধিমত্তা দিয়ে নিজ প্রতিষ্ঠানে কাজে লাগানো।
  • বৈজ্ঞানিক বিশ্লেষণ:
    পূর্ব অভিজ্ঞতা ও অনুসরণ শেষ হলে আমাদের বৈজ্ঞানিক বিশ্লেষন করতে হবে। দেখতে হবে ব্যবসাটির প্লান বাস্তবসম্মত কি না। ফিল্ড এ্যানালাইসিস, সোর্ট এ্যানালাইসিস, বাজেট, পুজি, কাচামাল ইত্যাদি সব কিছুই বিশ্লেষণ প্রজেক্ট প্লান আগে থেকেই তৈরী করতে হবে। ব্যবসা শুরুর আগেই ব্যবসা নিজেই বলে দিবে সে কোথায় যাচ্ছে। লাভ হবে নাকি লস হবে, ব্যবসা কতটা টিকে থাকবে ইত্যাদি।

উপরিক্ত ট্রেডিশনাল ৩টি বিষয় শেষ হলে এবার আমরা মূল আলোচনায় যাবো। এবার আমাদের অনলাই বিপণন তথা মার্কেটিং বিষয়ের পয়েন্ট গুলো তুলে ধরবো তবে বিস্তারিত বলতে পারবো না কেননা, লেখাটা বড় হয়ে যাবে । যেহেতু বিস্তারিত বলতে পারবো না সেহেতু আপনি ++ দিয়ে বুঝে নিবেন।

OnlineStartupStrategy করতে আমি ৫টি স্টেজ তৈরী করে কাজ করি যে গুলো নিম্নে দেওয়া হলো।

1) Research
2) Plan
3) Executive
4) Measure
5) Analyze & Adjust

Research:
• Perform SWOT analysis
• Analyze & review website
• Review Digital marketing efforts
• Reviews Customers #research & insight
• Consider competitive environment
• Develop #customer/buyer present(s)
• Identify target #marketing(s)
• Identify needed content

Plan:
• Align #digitalGoals with #businessGoals and branding
• Outline Strategy
• Develop #SMART_objectives
• Consider marketing channel mix
• Development of other plans ( content marketing, social media, mobile marketing, etc)
• Fashion #marketing_messages
• Develop tactics
• Establish budget/research needed
• Define key performance indicators(KPIs)

Executives:
• Launch campaign
• Conduct A/B testing
• Manage social media
• Engagement customers through #SocialMedia, content marketing, inbound marketing
• Promote content
• Convert prospects into sales

Measure
• Evaluation of campaign performance
• Review A/B testing
• Review web analytics
• Analyze traffic
• Review customer feedback
• Compare versus competitor benchmarks
• Calculate ROI

Last & Final এবার আমরা Analyze & Adjust করবো।
• Analyze relevant data, including customer response
• Seek Conversation rate improvements
• Adjusting marketing channel mix
• Revise budget/resource
• Continue to monitor performance

উপরিক্ত বিষয় গুলো ১০০% নয় জাস্ট ৫০% কাজে লাগিয়েই যে কোন স্টার্টআপ ব্যবসা শুরু করে দিতে পারেন, ইনশাহ আল্লাহ বেশ ভালো রেজাল্ট আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 19 =