কিভাবে অনলাইন ব্যবসা শুরু করবেন?

ব্যবসা মানেই কেনা বেচা নয়। ব্যবসায় মানে হলো অন্যের সমস্যাকে সমাধান করা। অর্থাৎ ব্যবসায় চিন্তা ধারায় আপনাকে প্রথমে চিন্তা করতে হবে আপনি মানুষের কোন সমস্যাটি সমাধান করবেন। যে যত বড় ব্যবসায়ী সে তত বড় সমস্যা সমধান কারী। আপনি ভেবে চিন্তে ঠিক করুন কোন বিষয়ে আপনি দক্ষ এবং আপনার দ্বারা কোন কাজটি খুবই ভালো ভাবে হবে। এরপর যা করবেন :
- রিসার্চ
- পরিকল্পনা
- ফিল্ড এনালাইসিস
ব্যবসায়ীক বৈধতার জন্য অবশ্যই লাইসেন্স করে নিবেন। তবে যদি শপ না থাকে তবে আপাতত অনলাইনে ভার্চুয়ালী শুরু করে দিতে পারেন। যদি ইকমার্স হয় তবে e-Cab এ রেজিস্ট্রেশন করে নিবেন।
৩। ব্যবসায় টপিক তথা বিষয় বস্তু তো পেয়েই গেলাম এবার লাগবে চমৎকার একটি ওয়েবসাইট। ওয়েবসাইটি চমৎকার ব্র্যান্ডিং লুকে তৈরী করবেন। একটি ভালো মানের ওয়েবসাইট করতে মিনিমাম ১২,০০০ টাকা লাগবে। আবার সস্তা দামের ওয়েবসাইট করবেন না Hosting স্পিড কম থাকবে যা SEO করলেও গুগলে রেংক পাবেন না। আর তাছাড়াও অল্প দামি সাইট ব্র্যান্ডিং ডিজাইন ততটা ভালো হয় না। সাইট বানাতে যা যা লাগবেই:
- Domain
- Hosting
- Free/Premium Themes
- Woo-commerce Plugin
Domain নিয়ে আরেকটু কথা বলি। চেষ্টা করবেন ডোমেনের সংখ্যা ৬ অক্ষর কম যাতে হয়। তবে ৬ অক্ষর মধ্যে ডোমেন পাওয়া ততটা সহজ ব্যাপার হবে না। ডোমেন ক্রয় করার আগে চেক করে নি#Domain টি ব্রোকেন ডোমেন কিনা। ডোমেন অনুযায়ী Social Media username খালি আছে কিনা তা চেক করে নিবেন । যদি খালি থাকে তা হলে তো খুবই ভালো হবে। ব্রোকেন ডোমেন নতুন হিসেবে না নেওয়াই ভালো। কারণ ব্রোকেন ডোমেনের উপকারীতাও আছে আবার অপকারীতাও আছে সেই বিষয়টা আপনি হয়তো এখন বুঝবেন না। যাই হোউক, ডোমেন ক্রয় করবেন এই এই বিষয় গুলো মাথায় রেখে
- Short Domain
- Topic Relevant Name
- Easy Sounds
- Logo friendly Digit
- Attractive Name
Social Media Channel Creating & Professional Optimization. অপ্টিমাইজ করতে ভালো একটি লোগো এবং বেশ কিছু ডিজাইন লাগবে যা অবশ্যই ডিজাইনার দিয়ে করাবেন। আর সব গুলো চ্যানেল তথা
- YouTube
একজন প্রফেশনাল মার্কেটার দিয়ে অপ্টিমাইজ করে নিবেন। কারণ আপনি ইউটিউবের ২-৫ টা ভিডিও দেখে প্রফেশনাল মানের #SEO Friendly #SMO করতে পারবেন না।
Digital Marketing তো অবশ্যই লাগবে। ওয়েবসাইট SEO করাবেন, এতে অর্গানিক ভাবেই আপনার ওয়েবসাইটে প্রচুর ভিজিটর আসবে এবং বিক্রির পরিমান ও ব্যাপক হারে বেড়ে যাবে। পাশা পাশি পেইড ক্যাম্পিন করবেন।
- inboundMarketing
- GoogleAds
- FacebookAds
- VideoMarketing
- ViralContentMarketing
- MobileMarketing
- EmailMarketing
- SMS
- Marketing
পন্যের অর্ডার আসা মাত্রই ডেলিভারী করতে হবে তাই ডেলিভারী করার সময় অবশ্যই যথার্থ পন্য ডেলিভারী করবেন এবং যত দ্রুত ডেলিভারী করা যায় ততই ভালো! তা না হলে আপনার ব্যবসায় ব্র্যান্ডিং ভাবমূর্তি নষ্ট হয়ে মানুষের আস্থা হারাবে। ব্র্যান্ডিং নষ্ট হলে আপনার বিজনেস এখানেই শেষ। তাই গুনগত পন্য/সার্ভিস আপনার ব্যবসাকে কয়েকগুন সফলতায় এগিয়ে নিয়ে যাবে। এবার তা হলে ব্যবসায় শুরু করে দিন। ব্যবসায়ীক যে কোনও পরামর্শ নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন! আমরা স্টার্টআপ ব্যবসায়ীদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করে থাকি। পোস্টটি যদি আপনার উপকারে আসে তবে আপনি আপনার লিস্টের মানুষের উপকারে শেয়ার করতে ভুলবেন না। #Startup #Business #OnlineStartup